মাকসুদ রহমান: [২] যুব বিশ্বকাপে টানা দুই ম্যাচে হেরেছে পাপুয়া নিউগিনি (পিএনজি)। আফগানিস্তান অনূর্ধ্বো ১৯ দলের দেয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩৫ রানের বড় ব্যবধানে হারে পিএনজি।
[৩] নিজেদের প্রথম খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক সুলাইমান সাইফ। দলীয় ৪০ রানে তৃতীয় উইকেট পতনের পর ইজাজ আহমেদ আহমেদজাই এর সাথে দলের হাল ধরেন অধিনায়ক। ইজাজ ৪৫ রানে আউট হলেও নিজের অনূর্ধ্বো-১৯ ক্যারিয়ারের টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন সুলাইমান, ৬২ রানে সুলাইমান আউট হবার পরে মাত্র ২৪ রানের ব্যবধানে শেষ ছয় উইকেট হারানো আফগনিস্তানের ইনিংস থামে ২০০ রানে।
[৪] ব্যাটিংয়ে নেমে মাত্র ২০ ওভার ২ বল খেলেই ৬৫ রানে গুটিয়ে যায় পিএনজি। যেখানে অতিরিক্ত রানই ছিল ২১।