সুমাইয়া মিতু: [২] স্থানীয় কর্মকর্তারা জানায়, সোমবার আফগানিস্তানের পশ্চিমে পরপর দুটি ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ হতাহতের ঘটনা ঘটে। ইউএস জিওলজিক্যাল সোসাইটি বা ইউএসজিএস থেকে পাওয়া তথ্য অনুসারে, দেশটিতে পরপর ৪.৯ এবং ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পটি আঘাত হানার প্রায় দুই ঘণ্টা পরে দ্বিতীয়টি আঘাত হানে। এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে কাদিস ও মুগর জেলায়। বিবিসি, এএফপি
[৩] একজন মুখপাত্র জানান, ৭০০ টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহতদের মধ্যে চার জন শিশুও ছিলো। ভূমিকম্পে আফগানিস্তানে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে, কারণ সেখানকার বাসস্থানগুলি যথেষ্ট স্থিতিশীল ও সুনির্মিত নয়।
[৪] কাদিসের জেলা প্রধান মোহাম্মদ সালেহ পুরদিল বলেন, উদ্ধারকর্মীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন এবং মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব