শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১, ১১:১৩ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২১, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঞ্চের অগ্নিকাণ্ড দেখতে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

হাসান তাকী: [২] নিহত দুই বন্ধু হলেন, মো. পারভেজ (১৮) ও মো. হাসিব (২২)।

[৩] শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] নিহত মো. পারভেজ কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মো. খোকনের ছেলে এবং মো. হাসিব মঠবাড়িয়া ছোট শৈউলা এলাকার মো. ফারুক আকনের ছেলে।

[৫] রাজাপুর থানা-পুলিশ সন্ধ্যায় ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে।

[৬] পুলিশ জানায়, কাঁঠালিয়া থেকে পারভেজ ও হাসিব মোটরসাইকেলে করে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে যাচ্ছিলেন। হঠাৎ বিকেল সোয়া ৪টার দিকে কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

[৭] কাঁঠালিয়া থানার ওসি মুরাদ আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়