শিরোনাম
◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের ◈ সংসদ নির্বাচ‌নের পর বিএনপি ও জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে? ◈ কড়া নিরাপত্তায় শুরু প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১, ১১:১৩ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২১, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঞ্চের অগ্নিকাণ্ড দেখতে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

হাসান তাকী: [২] নিহত দুই বন্ধু হলেন, মো. পারভেজ (১৮) ও মো. হাসিব (২২)।

[৩] শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] নিহত মো. পারভেজ কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মো. খোকনের ছেলে এবং মো. হাসিব মঠবাড়িয়া ছোট শৈউলা এলাকার মো. ফারুক আকনের ছেলে।

[৫] রাজাপুর থানা-পুলিশ সন্ধ্যায় ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে।

[৬] পুলিশ জানায়, কাঁঠালিয়া থেকে পারভেজ ও হাসিব মোটরসাইকেলে করে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে যাচ্ছিলেন। হঠাৎ বিকেল সোয়া ৪টার দিকে কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

[৭] কাঁঠালিয়া থানার ওসি মুরাদ আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়