রাশিদুল ইসলাম: [২] এবার সপ্তমবারের মত বাবা হলে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্ত্রী ক্যারির ঘরে এটি দ্বিতীয় সন্তান। ডেইলি মেইল
[৩] সেন্ট্রাল লন্ডন হাসপাতালে মেয়ে ও মা সুস্থ রয়েছেন।
[৪] ওমিক্রন প্রতিরোধে ঘর থেকে ৬৬ মিলিয়ন ব্রিটিশ নাগরিককে কাজ সহ একাধিক স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়েছে এবং একারণে বরিসের সময় তীব্র বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তার মেয়ে হবার খবর কিছুটা হলেও তাকে প্রশান্তি এনে দেয়।
[৫] বরিসের দ্বিতীয় সন্তানের ঘরে চারটি ও আরেকটি সন্তান রয়েছে প্রেমের সম্পর্কের। ক্যারির ঘরে গত বছর এপ্রিলে ছেলে সন্তান উইল্ফের জন্ম হয়।
[৬] ওমিক্রন প্রতিরোধে ক্রিসমাসে পার্টি থেকে বিরত থাকতে বলার পর ব্রিটিশরা বরিসের ওপর ক্ষুব্ধ। এরই মধ্যে স্ত্রী ক্যারিকে নিয়ে বরিস হেঁটে হাসপাতালে যান।