সালেহ্ বিপ্লব: [২] নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখা সফল নারীদের এই তালিকায় রয়েছেন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফ জাই। আছেন সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়ামি নাওমি মাতাফা। বিবিসি
[৩] তালিকায় আফগান নারী আছেন ৫০ জন। তরে তাদের অনেকে ছবি দেননি, নিরাপত্তার কারণে। পট পরিবর্তনের পর আফগানিস্তানে তালিবানা যেভাবে নারীর প্রতি কট্টর মনোভাব দেখাচ্ছে, তাতেই আতঙ্কিত সফল নারীদের অনেকেই।