শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৫:২৮ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সু চির সাজা দুই বছর কমালো জান্তা সরকার

আখিরুজ্জামান সোহান: [২] সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির কারাদণ্ড দুই বছর কমিয়েছে দেশটির সামরিক জান্তা। এএফপি

[৩] এর আগে মিয়ানমারের এক সামরিক আদালতে করোনা সংক্রমণে বিধিনিষেধ ভাঙা ও উত্তেজনা ছড়ানোর অভিযোগ অং সান সু চিকে চার বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রয়টার্স

[৪] রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিতে জানানো হয়, সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইঙের আদেশে অং সান সু চির সাজা কমানো হয়েছে। সু চিকে আটকে রাখা ডিটেনশন সেন্টারেই এই সাজা কার্যকর করা হবে। তবে অং সান ‍সু চি কোথায় আছেন, তা অপ্রকাশিত রাখা হয়েছে। আল জাজিরা

[৫] নেপিদোর আদালতে অং সান সু চির বিরুদ্ধে রায় ঘোষণার সময় সাংবাদিকসহ অন্য কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি। অপরদিকে সু চির আইনজীবীদেরও মামলার বিষয়ে প্রকাশ্যে কথা বলায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

[৬] আদালতে মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও চার বছরের কারাদণ্ড দেয়া হয়। সামরিক জান্তা প্রধানের আদেশে ওই সাজাও দুই বছর কমানো হয়েছে।

[৭] চলতি বছরের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সু চি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। পরে তাঁর বিরুদ্ধে বিগত নির্বাচনে কারচুপির অভিযোগ আনে জান্তা। গ্রেপ্তার করা হয় তাঁকে ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। সেনা হেফাজতে নেওয়ার চার মাস পর গত জুনে তাঁর বিচার শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়