ইমতিয়াজ মাহমুদ: সীমানার বেড়ার ওই পাশে বসে থাকার দিন আর নেই গো বইন। নারীবাদী বন্ধুরা আপনাদের এখন অবশ্যই অবশ্যই একটা অবস্থান নিতে হবে। এই গ্রহ জ্বলে জ্বলে নিঃশেষ হওয়াতক আমরা কি শুধু সুযোগের সমতার জন্য প্যানপ্যান করতে থাকবো? নাকি আমরা সকল লিঙ্গের সমান অধিকারের হিসাবটা পুঁজিবাদ বিরোধী সুস্পষ্ট অবস্থান থেকে নতুন করে ভাববো- নতুন করে ভাববো সেই ভাবনা যে ভাবনা আমাদের নিয়ে যাবে বিদ্যমান শোষণ ও বৈষম্যময় পচা-গলা সমাজ পেরিয়ে নয়া একটা সমাজে।
সুযোগ-সুবিধা, কল্যাণ, মেহেরবাণী, দয়া-দাক্ষিণ্য, রিলিফ ইত্যাদির জন্য কান্নাকাটি হাতপাতা এসব? নাকি অধিকারের জন্য লড়াই? মনে রাখবেন রিলিফের জন্য বাড়ানো হাতে রিলিফ সবসময় নাও মিলতে পারে, কিন্তু হাতটা অক্ষুণ্ন থাকবে। আর অধিকারের দাবিতে যদি আসমানে মুষ্টিবদ্ধ হাত তোলেন, পুঁজিবাদ তথা পিতৃতন্ত্র আপনার হাত ভেঙে দেওয়ার চেষ্টা করবে। সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আরামদায়ক কিন্তু ফকিন্নির জীবন যাপন করবেন? নাকি মাথা তুলে দাঁড়িয়ে বিপদসংকুল তথাপি সম্মানের ও মর্যাদার জীবন যাপন করবেন? জীবন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি আপনার জীবন কীভাবে ব্যয় করবেন সে আপনার ইচ্ছা। কোন জীবনটা যাপন করা শ্রেয় সেটা আপনি জানেন। ফেসবুক থেকে