শওগাত আলী সাগর: ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এই ধরনের বিকৃত রুচি এবং মানসিকতার কোনো মানুষ সরকারের প্রতিনিধিত্ব করতে পারে না।
একই সঙ্গে তার সোনারগাঁও হোটেল উপাখ্যানের তদন্ত চাই। রাষ্ট্রীয় বাহিনীর ভয় দেখিয়ে কতোজন নারীকে তিনি হোটেলে নিয়ে এসেছেন, কতোজনকে অসম্মান করেছেন তার একটা তদন্ত হওয়া দরকার। ’রাষ্ট্রীয় বাহিনী দিয়ে ধরিয়ে আনা’র ভয় দেখানোর এবং টেলিফোনে একজন নারীকে ধর্ষনের হুমকি দেয়ার ঘটনা তো এখন সবাই জানে।
মন্ত্রীত্বের সুযোগ নিয়ে তিনি কতোজন নারীকে লাঞ্ছিত করেছেন তার পরিপূর্ণ একটি তদন্ত হলে সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলেই আমরা মনে করি। ফেসবুক থেকে