শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:২৩ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে দুই চেয়ারম্যান প্রার্থীর সমান ভোট পাওয়ায় ফল স্থগিত

নিউজ ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদের ফল স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সমসংখ্যক ভোট পাওয়ায় ফল ঘোষণা করেননি রিটার্নিং কর্মকর্তা।

রোববার রাতে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেও পরাজিত হয়েছে চারজন। বাকি একটির ফল ঘোষণা করা হয়নি।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম দুজনই নয় হাজার ৮৪০ ভোট পেয়েছেন।

আইন অনুযায়ী সমান ভোট পাওয়া ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। অথবা দুই প্রার্থীর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল রাজ্জাক জানান, দুই প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ার কারণে তাদের ফল ঘোষণা করা হয়নি। নির্বাচন আইন অনুযায়ী ওই দুজনকে নিয়ে ফের ভোট অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়