নিজস্ব প্রতিবেদক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দেশে ফিরে বাদ পড়েন টি-টোয়েন্টি দল থেকে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে রাখা হয়নি বলে সংবাদ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন মুশফিক। যে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশও দেইয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে (বিসিবি)। মুশফিক কারণ দর্শান, ক্ষমাও পান দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে।
[৩] সেসব পেছনে ফেলে টেস্ট দল ঘোষণার আগেই নেমে পড়েন চট্টগ্রামের মাঠে অনুশীলনে। নিজেকে প্রমাণের জন্য কঠিন পরিশ্রমের সুফলও পেলেন দ্রুতই। টি-টোয়েন্টি সিরিজে না খেললেও টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংস খেললেও হতাশ হতে হলো শেষ পর্যন্ত। ক্যারিয়ারের অষ্টম শতকের অনেক কাছেই চলে গিয়েছিলেন তিনি তবে ফাহিম আশরাফের বলে ব্যক্তিগত ৯১ (২২৫ বল) রানের মাথায় ক্যাচ দিয়েছেন উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। দলীয় রান ৭ উইকেটে ২৮৫।