স্বপন দেব: [২] মৌলভীবাজার সদর উপজেলায় ১২ ইউনিয়নে ৪৬ নেতা-কর্মী এবং রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে ৩২
নেতা-কর্মী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর।
[৩] বুধবার (১০ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
[৪] মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়নের নৌকার মাঝি হলেন যারা তারা হলেন- মোস্তাপুর ইউনিয়নের খসরু আহমদ, নাজিরাবাদ ইউনিয়নের আশিকুর রহমান আমতলী ইউনিয়নের মোঃ মোখলেছুর রহমান, কনকপুর ইউনিয়নের মোঃ জুবায়ের আহমদ, চাঁদনীঘাট ইউনিয়নের আক্তার উদ্দিন, একাটুনা ইউনিয়নে আবু সুফিয়ান, আখাইলকুড়া ইউনিয়নের শেখ মোহাম্মদ বদরুজ্জামান চুনু, আপার কাগাবালা ইউনিয়নের মোঃ মজিবুর রহমান, কামালপুর ইউনিয়নের মোঃ আব্দুর রহমান, মনুমুখ ইউনিয়নের এমদাদ হোসেন, খলিলপুর ইউনিয়নের অলিউর রহমান, গিয়াসনগর ইউনিয়নের সুরুক মিয়া।
[৫] মনোনয়ন প্রত্যাশী সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও ভোট গ্রহণ হবে ২৩ ডিসেম্বর এর পরিবর্ত সম্ভাব্য ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। সম্পাদনা: হ্যাপি