আশিক এলাহী: [২] চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটি পোমরা হাজীপাড়া ওয়ার্ডের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
[৩] সোমবার (২২ নভেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজী পাড়ায় হযরত হাজী নুর মোহাম্মদ (রহ:) শাহ মাজার মাঠ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা মেডিসিন সার্জারি ও বাত ব্যাথা চিকিৎসক মো, হাফিজুল ইসলাম এবং ঢাকা মেডিসিন, মা ও শিশু চিকিৎসক যুথি খাতুন দ্বারা ২৫০ জন রোগীকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
[৪] এছাড়া চট্টগ্রাম ন্যাশনাল চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক এম কে মাহমুদ ও উম্মুল খায়ের ফ্যান্সি দ্বারা ৫০ টাকা ফি দিয়ে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। করোনাকালীন লাশ দাফন-কাফন ও সৎকারসহ গুরুত্বপূর্ণ ভ্রমিকা রাখায় পোমরা শাখাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
[৫] এ সময় উপস্থিত ছিলেন বদিউল আলম, সিরাজুল ইসলাম, নুরুল আলম, হাফেজ নুরুচ্ছাফা নঈমী ও পোমরা শাখার অর্থ সম্পাদক মোজাম্মেল হক রাজুসহ আরও অনেকে।