শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ১০:২৩ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এভারটনকে ৩-০ গোলে হারালো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: [২] এভারটনের জমাট রক্ষণ ভাঙতে প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলো ম্যানচেস্টার সিটিকে। দ্বিতীয়ার্ধে গোল মিলল আরও দুটি। দারুণ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠল পেপ গার্দিওলার দল।

[৩] ইতিহাদ স্টেডিয়ামে রোববার (২১ নভেম্বর) লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি। রাহিম স্টার্লিং দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রি। আর শেষে তৃতীয় গোলটি করেন বের্নার্দো সিলভা। ম্যাচের শুরু থেকে একচেটিয়া চাপ ধরে রাখলেও তেমন সুবিধা করতে পারছিল না তারা। অবশেষে ৪৪তম মিনিটে মেলে জালের দেখা। জোয়াও কানসেলোর উঁচু করে ডি-বক্সে বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে ডান পায়ের শটে গোলটি করেন স্টার্লিং।

[৪] দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রি। ২৫ গজ দূর থেকে জোরালো শটে চমৎকার গোলটি করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ৮৬তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন সিলভা। তবে গোলটিতে বড় কৃতিত্ব আছে তরুণ মিডফিল্ডার কোল পালমারের। তার প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর বল পেয়ে অনায়াসে জালে পাঠান অভিজ্ঞ পর্তুগিজ মিডফিল্ডার।

[৫] ১২ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তিন নম্বরে লিভারপুলের পয়েন্ট ২৫। ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ছয় নম্বরে উলভারহ্যাম্পটনের পয়েন্ট ১৯ আর সাত নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১৭। -বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়