শিরোনাম
◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ১০:২৩ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এভারটনকে ৩-০ গোলে হারালো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: [২] এভারটনের জমাট রক্ষণ ভাঙতে প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলো ম্যানচেস্টার সিটিকে। দ্বিতীয়ার্ধে গোল মিলল আরও দুটি। দারুণ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠল পেপ গার্দিওলার দল।

[৩] ইতিহাদ স্টেডিয়ামে রোববার (২১ নভেম্বর) লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি। রাহিম স্টার্লিং দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রি। আর শেষে তৃতীয় গোলটি করেন বের্নার্দো সিলভা। ম্যাচের শুরু থেকে একচেটিয়া চাপ ধরে রাখলেও তেমন সুবিধা করতে পারছিল না তারা। অবশেষে ৪৪তম মিনিটে মেলে জালের দেখা। জোয়াও কানসেলোর উঁচু করে ডি-বক্সে বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে ডান পায়ের শটে গোলটি করেন স্টার্লিং।

[৪] দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রি। ২৫ গজ দূর থেকে জোরালো শটে চমৎকার গোলটি করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ৮৬তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন সিলভা। তবে গোলটিতে বড় কৃতিত্ব আছে তরুণ মিডফিল্ডার কোল পালমারের। তার প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর বল পেয়ে অনায়াসে জালে পাঠান অভিজ্ঞ পর্তুগিজ মিডফিল্ডার।

[৫] ১২ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তিন নম্বরে লিভারপুলের পয়েন্ট ২৫। ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ছয় নম্বরে উলভারহ্যাম্পটনের পয়েন্ট ১৯ আর সাত নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১৭। -বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়