শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মানিকে মাগে হিথে’ গানে নাচলেন শ্রীলেখা (ভিডিও)

বিনোদন ডেস্ক: টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ইদানিং অভিনেত্রীর সময় খুব একটা ভালো যাচ্ছে না। পিতৃহারা হবার শোকের মাঝেই প্রতিবেশীদের সাথে বিবাদ শুরু হয়েছে। যার জেরে মন খারাপের মধ্যে দিয়ে দিন কাটছিল অভিনেত্রীর। শুরু থেকেই কুকুরদের প্রতি ভীষণ যত্নশীল শ্রীলেখা। রাস্তার কুকুরদের আশ্রয় দিয়ে নিজেরই আবাসনের প্রতিবেশীদের রোষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

তবে মন খারাপের মাঝেও কিছুটা ভালো থাকার উপায় খুঁজে বের করেছেন অভিনেত্রী। গতকাল শরীরচর্চার সময় জিম থেকেই বিশ্বব্যাপী ভাইরাল হয়ে পরা ‘মানিকে মাগে হিথে’ গানে নাচার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছিলেন মনের কথা। সাথে ক্যাপশনে লিখেছিলেন, ‘দেখি পারি কি না? বুড়ো বয়সের শখ আর কি, কাউকে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ নয়’।

যে ভিডিওটি শেয়ার করেছিলেন অভিনেত্রী তাতে গুনগুন করে গান গাইতে গাইতে হালকা নাচতে দেখা গিয়েছিল। ভিডিওর ক্যাপশনে দেখে এক ভক্ত সোজা জানিয়েছে, ‘ছোট্ট থেকেই তোমার সিনেমার ফ্যান। তুমি বুড়ো একদম নও, বুড়ো হোক তোমার শত্রু’। আরেকজনের মতে, যেটা ভালো লাগে সেটাই করুন’।

এবার সেই মতই কথা রাখলেন শ্রীলেখা। ফ্ল্যাটের ব্যালকনিতেই ‘মানিকে মাগে হিথে’ গানে নাচলেন অভিনেত্রী। আর সেই নাচের ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। যেটা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। আর নাচ দেখে প্রশংসায় ভড়িয়েছেন সকলে। এক নেটিজেনদের মতে, ফালতুই চিন্তা করছিলেন! দারুন হয়েছে। আরেক জনের মতে, দৃষ্টিনন্দন নাচ, তবে দূরের লম্বা বাড়ির জানলা দিয়ে অনেক জোড়া চোখ (নিন্দুক) লুকিয়ে লুকিয়ে দেখছে।

প্রসঙ্গত, বিগত কিছুদিন আগেই কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। পথকুকুরদের প্রতি ভালোবাসার জন্য প্রতিবেশীদের তীব্র রোষের মুখে পড়তে হয়েছিল তাকে। আসলে আবাসনের একটি বাচ্চা মেয়েকে কুকুরে কামড়ে দেয়, এরপরেই শুরু হয় সমস্যার। গোটা ঘটনার ক্ষোভ গিয়ে পড়ে শ্রীলেখার ওপর। তার কুকুরগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, এমনকি তার ফ্ল্যাটের সামনে নোংরা ফেলার কথাও বলেন প্রতিবেশীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়