শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৬:২৭ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : [২] কনমেবল অঞ্চলের কাতার বিশ্বকাপ বাছাইয়ে প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল-আর্জেন্টিনা। বুধবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় একে অপরের মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই ।

[৩] এরই মধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় নির্ভার সেলেসাওরা। তবে ম্যাচটি যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তাই ছেড়ে কথা বলবে না ব্রাজিল। অন্যদিকে বিশ্বকাপের টিকিট পেতে জয়ের লক্ষ্য মেসিদের। চোটের কারণে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে খেলতে পারেননি মেসি। ৭৬ মিনিটের মাথায় মাঠে নামেন ফুটবল জাদুকর। তার অবর্তমানে অধিনায়কের গুরুদায়িত্ব পালন করেন ডি মারিয়া।

[৪] শুরুর একাদশে মেসি না থাকলেও উরুগুয়ের বিপক্ষে জয় পেতে বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে। অধিনায়কত্বের দায়িত্ব সামলানো ডি মারিয়ার গোলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা। টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনার জন্য এ ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।

[৫] ব্রাজিল বিশ্বকাপে চলে গেলেও এখনো টিকিট নিশ্চিত হয়নি মেসিদের। ১২ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে সেলেসাওদের পর দ্বিতীয় অবস্থানে লিওনেল স্কালোনির দল। আর দুটো ম্যাচ জিতলেই কাতারে খেলার নিশ্চয়তা পাবে তারা।

[৬] ব্রাজিল দলেও এসেছে বেশ কয়েকটা পরিবর্তন। চোটের কারণে নেইমার নেই, আগের ম্যাচে খেলা গ্যাব্রিয়েল জেসুসও নেই আজ। দুজনের বদলে দলে আছেন ভিনিসিয়াস জুনিয়র আর মাতেউস কুনিয়া। মাঝমাঠে ক্যাসেমিরো নেই দুটো হলুদ কার্ড দেখে ফেলায়। তার জায়গায় দলে এসেছেন ফাবিনিও।

আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ;
নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া;
রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো;
আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।

ব্রাজিল একাদশ
অ্যালিসন;
দানিলো, এডার মিলিতাও, মারকিনিয়োস, অ্যালেক্স সান্দ্রো;
ফ্রেড, ফাবিনিও, লুকাস পাকেতা;
রাফিনিয়া, মাতেউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়