শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১৪০ জন। রাজধানীতে নতুন ভর্তিরোগী ১১০ জন আর বাইরে নতুন ভর্তি হয়েছে ৩০ জন।
[৩] এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬২৬ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৯৮ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১২৮ জন রোগী ভর্তি রয়েছেন।
[৪] স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে আরও জানিয়েছে এ পর্যন্ত সর্বমোট ডেঙ্গু জ্বরে শনাক্ত ভর্তি রোগী ২৫ হাজার ৭৭৪ জনের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছে ২৫ হাজার ৫১ জন।