এল আর বাদল : [২] ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও নিউজিল্যান্ডকে পরাস্ত করা পাকিস্তান দল এবার অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে উঠলো না। টি- টোয়েন্টি বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে তারা ৫ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। আগামী ১৪ নভেম্বর ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
[৩] বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে রেজোয়ান (৬৭) ও ফকর জামানের (৫৫) ব্যাটিং ঝড়ে ৪ উইকেটে ১৭৬ রান করে পাকিস্তান। জবাবে এক ওভার বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো অস্ট্রেলিয়া। পাক বোলার সাদাব খান চার চারটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার রানের চাকা নিয়ন্ত্রণে নিলেও একটি ক্যাচ হাতছাড়া হওয়ায় খেলার দৃশ্যপট পাল্টে যায়। স্টয়নিচের ক্যাচ হাসান আলীর হাত থেকে ফসকে গেলে পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে যায় ওখানেই। স্টয়নিচ (৪০) ও ওয়াডের (৪১) ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
পাকিস্তান ২০০৯ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতে। ২০১০ সালে ফাইনাল খেললেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া।