রাহুল রাজ: [২] প্রথম দিনে নাসুমের স্পিন ঘূর্ণিতে দিশেহারা ছিলো ঢাকা। নিজেদের প্রথম ইনিংসে রিজভীর সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছিলো সিলেটের জাকের ও জাকির। নিজেদের দ্বিতীয় ইনিংসে ঢাকা ২৪৩ রানে অলআউট হলে সিলেটের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ১০২ রানের। কিন্তু ৯৯ রানেই অলআউট হয় সিলেট।
[৩] দ্বিতীয় ইনিংসে সিলেট ব্যাটিং করতে ৪৭.২ ওভার। ১০২ রানের লক্ষ্যমাত্রায় অপু, তাইবুরদের বিপক্ষে যেনো এক প্রকার আত্মহত্যা করেছে সিলেটের ব্যাটাররা। যেখানে মাত্র ৫৩ রানে হারিয়ে বসে ৮ উইকেট। সেখান থেকে অবশ্য ম্যাচ জমিয়ে তোলেন নাসুম ও রাজা। নবন উইকেটে ৩৬ রানের জুটির পর দশম উইকেটে আবারও জয়ের আশা দেখায় সিলেট। কিন্তু শেষ পর্যন্ত হার মানে মাত্র ৩ রানের। সম্পাদনা: এল আর বাদল।