রাইসুল ইসলাম, কামারখন্দ প্রতিনিধি: [২] "বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা ও শ্রেষ্ট তিন সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
[৩] শনিবার (০৬ নভেম্বর) সকল সাড়ে ১০ টায় কামারখন্দ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা সসবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা প্রমূখ।
[৫] এসময়ে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ আবু সাইদ প্রমূখ।