শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে পাসপোর্টের কভার অর্ডার করে পেলেন আসল পাসপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে পণ্য অর্ডার করে, অন্য কিছু পাওয়ার খবর আগেও পাওয়া গেছে বহুবার। কেউ কেউ টিভি বা অন্য কোনো ইলেকট্রনিকস পণ্য অর্ডার করে পাথর, ইট, এমনকি সাবানও পেয়েছেন। তবে এবার জানা গেছে পাসপোর্টের কভার অর্ডার করে গ্রাহক পেয়েছেন আসল একটি পাসপোর্ট। ভারতের কেরালায় এ ঘটনা ঘটে।

কেরালার মিধুন বাবু নামে ওই ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন পাসপোর্টের কভার৷ বাড়িতে ডেলিভারি পাওয়া প্যাকেট খুলে দেখলেন একটি আসল পাসপোর্ট৷ তিনি কেরালার ওয়ানাড়ের বাসিন্দা৷

গত ৩০ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়েবসাইটে অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার৷ কিন্তু পরের দিন অর্থাৎ ১ নভেম্বর তার বাড়িতে ডেলিভারি পান একটি আসল পাসপোর্ট৷

ওই পাসপোর্টটি মহম্মদ সালেহ নামের এক ব্যক্তির৷ তিনি ত্রিশূরের কুন্নামকুলামের বাসিন্দা৷

সংবাদমাধ্যমকে মিধুন বাবু বলেন, ওই পাসপোর্ট হাতে পেয়ে তিনি প্রথমে অ্যামাজনের কাস্টমার কেয়ারে ফোন করেও বিশেষ কিছু সাহায্য পাননি৷ শুধু এই ঘটনার জন্য তার কাছে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়৷

এরপর তিনি আর দেরি না করে পাসপোর্টে লেখা ঠিকানাতে সেটি কুরিয়ার করে দেন। কারণ পাসপোর্টে কোনো ফোন নম্বর লেখা থাকে না। তাই তার পক্ষে ফোন করা সম্ভব হয়নি৷

সূত্র: নিউজ এইটটিন, ইন্ডিয়া টাইমস, ডিএনএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়