শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে পাসপোর্টের কভার অর্ডার করে পেলেন আসল পাসপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে পণ্য অর্ডার করে, অন্য কিছু পাওয়ার খবর আগেও পাওয়া গেছে বহুবার। কেউ কেউ টিভি বা অন্য কোনো ইলেকট্রনিকস পণ্য অর্ডার করে পাথর, ইট, এমনকি সাবানও পেয়েছেন। তবে এবার জানা গেছে পাসপোর্টের কভার অর্ডার করে গ্রাহক পেয়েছেন আসল একটি পাসপোর্ট। ভারতের কেরালায় এ ঘটনা ঘটে।

কেরালার মিধুন বাবু নামে ওই ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন পাসপোর্টের কভার৷ বাড়িতে ডেলিভারি পাওয়া প্যাকেট খুলে দেখলেন একটি আসল পাসপোর্ট৷ তিনি কেরালার ওয়ানাড়ের বাসিন্দা৷

গত ৩০ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়েবসাইটে অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার৷ কিন্তু পরের দিন অর্থাৎ ১ নভেম্বর তার বাড়িতে ডেলিভারি পান একটি আসল পাসপোর্ট৷

ওই পাসপোর্টটি মহম্মদ সালেহ নামের এক ব্যক্তির৷ তিনি ত্রিশূরের কুন্নামকুলামের বাসিন্দা৷

সংবাদমাধ্যমকে মিধুন বাবু বলেন, ওই পাসপোর্ট হাতে পেয়ে তিনি প্রথমে অ্যামাজনের কাস্টমার কেয়ারে ফোন করেও বিশেষ কিছু সাহায্য পাননি৷ শুধু এই ঘটনার জন্য তার কাছে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়৷

এরপর তিনি আর দেরি না করে পাসপোর্টে লেখা ঠিকানাতে সেটি কুরিয়ার করে দেন। কারণ পাসপোর্টে কোনো ফোন নম্বর লেখা থাকে না। তাই তার পক্ষে ফোন করা সম্ভব হয়নি৷

সূত্র: নিউজ এইটটিন, ইন্ডিয়া টাইমস, ডিএনএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়