শিরোনাম
◈ বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি,রফতানি বন্ধ ◈ বাংলাদেশের ক্রিকেটার‌দের প্রতি সহমর্মিতা জানালেন স্কটল‌্যা‌ন্ডের কোচ, বিশ্বকাপ দল ঘোষণা ◈ লোহিত সাগরে মিশরকে কৌশলগতভাবে ঘিরে ফেলছে ইসরা‌য়েল? ◈ দি‌ল্লি শেখ হাসিনার রেকর্ড করা ভাষণ বাজাতে দিলো কেন?  ◈ গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?  ◈ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রথম ভিডিও বার্তা, যা বললেন ◈ বিশ্বকাপ বর্জন কর‌বে না পা‌কিস্তান, খেল‌বে না শুধু ভারতের বিরু‌দ্ধে! ◈ ভারত থেকে স‌্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক‌্যাপ ফেরালো অস্ট্রেলিয়া ◈ বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিতে ব্যয় বেড়েছে হাজার কোটি টাকা, করণীয় কী ◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে পাসপোর্টের কভার অর্ডার করে পেলেন আসল পাসপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে পণ্য অর্ডার করে, অন্য কিছু পাওয়ার খবর আগেও পাওয়া গেছে বহুবার। কেউ কেউ টিভি বা অন্য কোনো ইলেকট্রনিকস পণ্য অর্ডার করে পাথর, ইট, এমনকি সাবানও পেয়েছেন। তবে এবার জানা গেছে পাসপোর্টের কভার অর্ডার করে গ্রাহক পেয়েছেন আসল একটি পাসপোর্ট। ভারতের কেরালায় এ ঘটনা ঘটে।

কেরালার মিধুন বাবু নামে ওই ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন পাসপোর্টের কভার৷ বাড়িতে ডেলিভারি পাওয়া প্যাকেট খুলে দেখলেন একটি আসল পাসপোর্ট৷ তিনি কেরালার ওয়ানাড়ের বাসিন্দা৷

গত ৩০ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়েবসাইটে অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার৷ কিন্তু পরের দিন অর্থাৎ ১ নভেম্বর তার বাড়িতে ডেলিভারি পান একটি আসল পাসপোর্ট৷

ওই পাসপোর্টটি মহম্মদ সালেহ নামের এক ব্যক্তির৷ তিনি ত্রিশূরের কুন্নামকুলামের বাসিন্দা৷

সংবাদমাধ্যমকে মিধুন বাবু বলেন, ওই পাসপোর্ট হাতে পেয়ে তিনি প্রথমে অ্যামাজনের কাস্টমার কেয়ারে ফোন করেও বিশেষ কিছু সাহায্য পাননি৷ শুধু এই ঘটনার জন্য তার কাছে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়৷

এরপর তিনি আর দেরি না করে পাসপোর্টে লেখা ঠিকানাতে সেটি কুরিয়ার করে দেন। কারণ পাসপোর্টে কোনো ফোন নম্বর লেখা থাকে না। তাই তার পক্ষে ফোন করা সম্ভব হয়নি৷

সূত্র: নিউজ এইটটিন, ইন্ডিয়া টাইমস, ডিএনএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়