শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে পাসপোর্টের কভার অর্ডার করে পেলেন আসল পাসপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে পণ্য অর্ডার করে, অন্য কিছু পাওয়ার খবর আগেও পাওয়া গেছে বহুবার। কেউ কেউ টিভি বা অন্য কোনো ইলেকট্রনিকস পণ্য অর্ডার করে পাথর, ইট, এমনকি সাবানও পেয়েছেন। তবে এবার জানা গেছে পাসপোর্টের কভার অর্ডার করে গ্রাহক পেয়েছেন আসল একটি পাসপোর্ট। ভারতের কেরালায় এ ঘটনা ঘটে।

কেরালার মিধুন বাবু নামে ওই ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন পাসপোর্টের কভার৷ বাড়িতে ডেলিভারি পাওয়া প্যাকেট খুলে দেখলেন একটি আসল পাসপোর্ট৷ তিনি কেরালার ওয়ানাড়ের বাসিন্দা৷

গত ৩০ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়েবসাইটে অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার৷ কিন্তু পরের দিন অর্থাৎ ১ নভেম্বর তার বাড়িতে ডেলিভারি পান একটি আসল পাসপোর্ট৷

ওই পাসপোর্টটি মহম্মদ সালেহ নামের এক ব্যক্তির৷ তিনি ত্রিশূরের কুন্নামকুলামের বাসিন্দা৷

সংবাদমাধ্যমকে মিধুন বাবু বলেন, ওই পাসপোর্ট হাতে পেয়ে তিনি প্রথমে অ্যামাজনের কাস্টমার কেয়ারে ফোন করেও বিশেষ কিছু সাহায্য পাননি৷ শুধু এই ঘটনার জন্য তার কাছে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়৷

এরপর তিনি আর দেরি না করে পাসপোর্টে লেখা ঠিকানাতে সেটি কুরিয়ার করে দেন। কারণ পাসপোর্টে কোনো ফোন নম্বর লেখা থাকে না। তাই তার পক্ষে ফোন করা সম্ভব হয়নি৷

সূত্র: নিউজ এইটটিন, ইন্ডিয়া টাইমস, ডিএনএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়