শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ১০:২৬ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ রোহিঙ্গা হত্যার দায় স্বীকার এক আসামির

আয়াছ রনি: [২] কক্সবাজার শরণার্থী শিবিরে ১৮ নং ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মাদ্রাসায় ৬ রোহিঙ্গা হত্যার মামলায় আরফাত উল্লাহ (২২) নামের একজন যুবক হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন।

[৩] বুধবার (৩ নভেম্বর) রাতে সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি নাইমুল হক।

[৪] তিনি জানান, কক্সবাজর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় সন্দেহজনক ধৃত এই আসামি জবানবন্দি রেকর্ড করা হয়।

[৫] আসামি আরাফাত উল্লাহ মধুরছড়া ৪ নম্বর ক্যাম্পের জি/২ ব্লকের মৃত আব্দুর রহিমের ছেলে।

[৬] এসপি নাইমুল হক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তাকে মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/২ ব্লক থেকে ৬ রোহিঙ্গা হত্যা মামলার আসামি সন্দেহে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং বুধবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

[৭] উল্লেখ্য, ২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামীয়া মাদরাসায় গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একটি সশস্ত্র গ্রুপ। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। মূলত প্রত্যাবাসন বিরোধীরা মাদরাসার নিয়ন্ত্রণ নিতে না পেরে এ হত্যাযজ্ঞ চালিয়েছে বলে ধারণা পুলিশের। পরে ২৪ অক্টোবর ৬ খুনের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জনের নাম উল্লেখ না করে মামলা হয়। এ মামলায় এজাহারনামীয় ৫ জনসহ এ পর্যন্ত ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়