শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোচ রবি শাস্ত্রী শাস্ত্রীর ওপর চটেছেন ভারতীয় সমর্থকেরা

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ভারত। গতকাল নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর ক্রিকেটারদের ওপর ক্ষুব্ধ ভারতীয় সমর্থকেরা। মাঠে বিরাট কোহলিদের এমন হতাশাজনক পারফরম্যান্সে সমর্থকেরা কাঠগড়ায় তুলেছে কোচ রবি শাস্ত্রীকেও।

[৩] শাস্ত্রীর সময়ে ভারত এর আগেও আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বে ব্যর্থ হয়েছে। তখনো ভারতীয় সমর্থকেরা ক্ষোভের কারণ হয়েছিলেন শাস্ত্রী। গতকাল আরও একবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। এবারও দলের বাজে পারফরম্যান্সে সমালোচনার তীর শাস্ত্রীর দিকে।

[৪] ভারতীয় সমর্থকদের কেউ কেউ শাস্ত্রীকে ধারাভাষ্যকারের ভূমিকায় ফেরার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থক লিখেছেন, আপনাকে ধারাভাষ্য প্যানেলে আবারও স্বাগত। কেউ আবার সরাসরি তাঁকে উদ্দেশ্য করে কটাক্ষও করছেন। ভারত কোচকে ইঙ্গিত করে এমন ঝাঁজালো মন্তব্য আর মিম পোস্ট ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাস্ত্রী ছবি পোস্ট করে আরেক সমর্থক লিখেছেন, ‘রবি শাস্ত্রীর অভিব্যক্তি বলে দিচ্ছে তিনি এরইমধ্যে জেনে গেছেন ভারত বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে।

[৫] ২০১৭ সালে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী। দায়িত্ব নেওয়ার পর সাবেক এই ভারতীয় অলরাউন্ডারের সময়ে টেস্টে দেশের বাইরে সাফল্য পেয়েছে ভারত। তারপরও গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ব্যর্থতাই সমর্থকদের চোখে পড়ছে বেশি।

[৬] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এর আগে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কেন উইলিয়ামসনদের কাছে হেরেছিলেন বিরাট কোহলিরা। এবার নিউজিল্যান্ডের কাছে হারল অঘোষিত কোয়ার্টার ফাইনালে। এদিকে বিশ্বকাপের পরে ভারতের কোচ হিসেবে শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে।

[৭] বিশ্বকাপে দলের এই হতাশাজনক পারফরম্যান্সে আইসিসি ট্রফি ছাড়াই তাঁর কোচিং ক্যারিয়ারের সমাপ্তি হতে চলছে। সেটিও শেষবেলায় দর্শকদের এমন রোষের মুখে পড়ে। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়