আবুল কালাম: [২] পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে আওয়ামী লীগ নেতা ও সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের গাড়ি বহর থেকে ১টি ওয়ান শ্যুটারগান ও ১টি শার্টার গান উদ্ধার করা হয়। এসময় গাড়ী চালক হাবিবুল্লাহ(৩৫)কে আটক করে পুলিশ।
[৩] আটককৃত হাবিবুল্লা সদর উপজেলার চরতারাপুর গ্রামের আব্দুস ছালাম শেখের ছেলে।
[৪] আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন আলী জানান, সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে শুক্রবার রাত ১০টার দিকে একটি গাড়ি বহর সুজানগর উপজেলা সদরের দিকে আসছিল। এসময় পুলিশ একটি গাড়ি তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শ্যুটারগান ও ১টি শার্টার গান জব্দ করে।
[৫] এসময় মাইক্রোবাসের চালক হাবিবুল্লাহকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গতকাল শনিবার দুপুরে তার বিরুদ্ধে আমিনপুর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।