ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যাম্প থেকে সালমান শাহ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড দুধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী ফয়েজুল ইসলাম (২১)কে গ্রেপ্তার করেছে (এপিবিএন) পুলিশ।
[৩] বুধবার দুপুরে হ্নীলা ইউপি নয়াপাড়া শরনার্থী ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, একই ক্যাম্পের বাসিন্দা।
[৪] এপিবিএন পুলিশের দাবী: গ্রেপ্তারকৃত সেই রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য।
[৫] বুধবার সন্ধ্যায় ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত সালমান শাহ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড দুধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী ফয়েজুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
[৬] ধৃত অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়া সে ২০১৯ সালের টেকনাফ থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
[৭] তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।