মামুন হোসেন: [২] বুধবার ইরানের রাজধানী তেহরানে তালেবানশাসিত আফগানিস্তানের ভবিষ্যৎ কী হবে এ নিয়ে বৈঠকে বসেছে প্রতিবেশী দেশগুলো। এতে যোগ দিয়েছেন আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। আল জাজিরার
[৩] নিজেদের মধ্যে বৈঠকে বসার আগে সাতটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে সম্মেলনকে স্বাগত জানান । পাশাপাশি আফগানিস্তানে গৃহযুদ্ধ এড়ানোর লক্ষ্যে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান।
[৪] ইরানের ভাইস প্রেসিডেন্ট মোখবের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নৈতিক পরাজয় হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, তারা এ অঞ্চল থেকে নিজেদের গুটিয়ে নিয়ে তাদের ধ্বংসাত্মক নীতি বাস্তবে সব রকম চেষ্টা চালাবে। আইএস-কে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘প্রক্সি’ হিসেবে উল্লেখ করেন মোখবের। সম্পাদনা: ফাহমিদুল কবীর