রাশিদুল ইসলাম : [২] চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি ভারত অরুণাচল প্রদেশে দ্রুত এসব অবকাঠামো গড়ে তুলছে। সব ধরনের ঋতুতে চীনের আগ্রাসী সামরিক শক্তিকে মোকাবেলা করার জন্যেই এসব অবকাঠামো কাজে লাগবে। দি প্রিন্ট
[৩] নির্মাণ হচ্ছে ভূগর্ভস্থ গোলাবারুদ রাখার স্থানও। যাতে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোতে চীনের সঙ্গে সংঘর্ষ বাঁধলে দ্রুত সেনা ও রসদ সরঞ্জাম যোগান দেওয়া যায়।
[৪] তবে ভারতের প্রতিরক্ষা সূত্রগুলো বলছে দ্রুত নির্মাণ হলেও এধরনের অবকাঠামোগত উন্নয়ন থেকে ভারত চীনের চেয়ে এক দশক পিছিয়ে রয়েছে।
[৫] অরুণাচল প্রদেশের অগ্রবর্তী অঞ্চল পরিদর্শনের সময় দি প্রিন্টকে আরেক সূত্র জানায়, আগামী এক বছরের মধ্যে ভিন্ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর এসব অবকাঠামো গড়ে তোলা হবে।