মনিরুল ইসলাম: [২] ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস ২০২১ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।
[৩] রোববার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক মার্কেটিং এন্ড কমিউনিকেশন এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।
[৪] ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মো: মাহবুবুর রহমান, রফিক রাফি ও জাহাঙ্গীর কিরণ।
[৫] এবারের ইনডোর গেমসে ২২টি ইভেন্টে ২০০জন প্রতিযোগি অংশ নেয়। অনুষ্ঠানে বিজয়ীদের ক্রেস্ট ও ওয়ালটনের প্রোডাক্ট পুরস্কার দেয়া হয়।
[৬] পুরুষ সদস্যদের মধ্যে বর্ষসেরা খেলোয়াড়ের চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম ও জাগোনিউজ ২৪ ডটকমের সাঈদ শিপন। নারী সদস্যদের মধ্যে বর্ষসেরা হয়েছেন ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা।