শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ ◈ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখুন তালিকা ◈ ‘আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’: আইনজীবী আমির হোসেনকে ট্রাইব্যুনাল ◈ সালাহউদ্দিন আহমদ যে আসনের প্রার্থী হয়েছেন  ◈ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১২ প্রতিষ্ঠানের আবেদন ◈ খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ ও তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী ◈ ধর্মীয় আপত্তির মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করল সরকার ◈ বিদেশে প্রশিক্ষণে কোটি টাকা ব্যয়, মাঠপর্যায়ে ফল শূন্য ◈ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে? ◈ গেইল-থিসারা পেরেরাদের হোটেলে রেখে পালিয়ে গেছে আয়োজকরা, এই লিগে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেতারা উজ্জীবিত এবং ঐক্যবদ্ধ হলে বিজয়ী হবে নৌকা

জাহাঙ্গীর লিটন : [২] তৃণমূলের নেতাকর্মীরা হলেন আওয়ামী লীগের প্রাণ। তারা উজ্জীবিত এবং ঐক্যবদ্ধ হলে আসন্ন ইউপি নির্বাচনে চরমার্টিনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করা সম্ভব হবে। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। চরমার্টিন ইউনিয়নে পাকা রাস্তা, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণসহ সাধারণ মানুষের জন্য কল্যাণকর সব কাজ করা হয়েছে। যা অতীতে কেউ কল্পনাও করতে পারেননি।

[৩] রোববার সন্ধ্যা ৭ টার দিকে কমলনগর উপজেলার চর মার্টিন মুন্সিগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সম্মেলন কক্ষে আয়োজিত নৌকা প্রতিকের প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন। এসময় আসন্ন চরমার্টিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আলী (মিয়া ভাই) কে বিজয়ী করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

[৪] প্রস্তুতি সভা থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য আহবান জানানো হয়।

[৫] বক্তব্য রাখেন, চর মার্টিন ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী (মিয়া ভাই), উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট নুরুল আমিন রাজু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুকবুল আহাম্মদ বকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন রাকিব, যুবলীগ নেতা আনিছুর রহমান হৃদয়, রাজু প্রমুখ।

[৬] এতে সভাপতিত্ব করেন চরমার্টিন ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মোঃ মহিউদ্দিন ও সঞ্চালক ছিলেন ইউনিয়ন কৃষকলীগের মোঃ নুর করিম।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে কমলনগর উপজেলার ৪নং চরমার্টিন ইউনিয়নে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়