রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকা হতে আনুমানিক ০২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ২৬ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদককারবারীকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
[৩] শনিবার (২৩ অক্টোবর) র্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকায় মাদককারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালীন বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক রাত ১২ টায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মো. মানিক (৪০)কে আটক করে।
[৪] আটককৃত আসামিরদেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট হতে ২৬ গ্রাম হেরোইন উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম মৃত আব্দুল মজিদ ফরাজী।
[৫] এএসপি নূরুল আবছার আরো জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চট্টগ্রামের বিভিন্ন মাদককারবারী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদককারবার ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।