শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৫৫ লাখ ৩২ হাজার

শাহীন খন্দকার: [২] দেশে এ পর্যন্ত টিকা এসেছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। বৃহস্পতিবার (২১অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছেন।

[৩] ইতিমধ্যে ৫ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৬৩৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর মজুদ আছে ১ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৭৮৪ ডোজ। বৃহস্পতিবার পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৬১ হাজার ১৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৪৭৪ জন। আর ২১অক্টোবর প্রথম ডোজ ২ লাখ ৪হাজার ৫১ আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৪৭হাজার ৯৬৩ মোট ডোজ ৬ লাখ ৪২ হাজার ১৪ ডোজ টিকা।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭২ হাজার ২৪৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে একহাজার ৮৬২ জনকে।

[৫] ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৫হাজার ৯১৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬হাজার ৭৯২ জনকে। সিনোফার্মের প্রথম ডোজ দেওয়া হয়েছে দুই লাখ ৯৪ হাজার ৫১ জন এবং দ্বিতীয় ডোজ৩ লাখ ৪৭হাজার ৯৬৩ জন। এছাড়া মডার্নার প্রথম ডোজ দেওয়া না হলেও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৭৫০ জনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়