শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রী ধর্ষণের চেষ্টা

হাকিম ভূঁইয়া: [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে এক মাদরাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা করেছেন। মামলায় অভিযুক্ত দুই যুবককে আসামি করা হয়েছে।

[৩] এরা হলো কালাপাহাড়িয়ার বিবিরকান্দি এলাকার মৃত গণি মিয়ার ছেলে সোহেল (৩০) ও স্থানীয় বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা এলাকার মৃত হোসেনের ছেলে সুজন (২৫)।

[৪] গত ১৩ অক্টোবর রাত ৯টারদিকে এই ঘটনা ঘটে। নির্যাতিতা স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। এহাজার সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর রাত ৯টারদিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই ছাত্রী ঘরের বাইরে বের হন। আগে থেকেই সৌচাগারের আশপাশে অপেক্ষামান দুই যুবক মিলে তাকে পেছন দিক থেকে ঝাপটে ধরে। এক পর্যায়ে তার মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক পাশের জৈনক বাদশা নামে একব্যক্তির জমিতে নিয়ে যায়।

[৫] এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পড়নের কাপড়চোপড় খুলার চেষ্টা করা হয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় দুইব্যক্তি এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।

[৬] আড়াইহাজার থানার ওসি তদন্ত জোবায়ের আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্যাতিতা স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। মামলায় দুই ব্যাক্তিকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়