শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২২ সালের ১৬ ডিসেম্বরে বিদ্যুতে আলোকিত হবে কুতুবদিয়া

আয়াছ রনি: [২] দেশের প্রত্যেকটা গ্রাম হবে শহর, আর সে গ্রাম গঞ্জে মুজিববর্ষের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় দীর্ঘ বছর অপেক্ষার পর অবশেষে দ্বীপবাসীর স্বপ্ন বাস্তবায়নে বিদ্যুতের আলোতে আলোকিত হতে যাচ্ছে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়া।

[৩] শনিবার (১৬ অক্টোবর) দুপুরে সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের হয়রত শাহ আব্দুল মালেক আল কুতুবীর দরবার রাস্তা মাথায় খুঁটি গেড়ে বিদ্যুৎ লাইনের কাজ উদ্বোধন কালে স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক।

[৪] প্রধান অতিথির বক্তব্যে এমপি আশেক বলেন, বিদ্যুাতায়নের সুসংবাদটিকে বিভ্রান্তি সৃষ্টি করেছিল কিছু ব্যক্তি। তাই যত দ্রুত সম্ভব বিদ্যুতের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এমন গানকে সামনে রেখে কুতুবদিয়ায় ২০২২ সালের ১৬ ডিসেম্বর বিদ্যুতের আলোতে আলোকিত হবে।

[৫] উপজেলা বিদ্যুৎ আবাসিক প্রকৌশলী আবুল হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে হাতিয়া, কুতুবদিয়া ও নিঝুম দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বিতরণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নুরের জামান চৌধুরীসহ প্রমুখ। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়