মাকসুদ রহমান: [২] ঘরের মাঠে লিভারপুলের কাছে ০-৫ গোলে হেরেছে ওয়ার্টফোর্ড। একটি করে গোল করেছেন সাদিও মানে এবং মোহাম্মদ সালাহ্ ।
[৩] খেলার ৯ মিনিটে সাদিও মানের গোলে লিড নেয় লিভারপুল। ৩৭ মিনিটে ফ্রিমানোর প্রথম গোলে ব্যবধান দ্বিগুন করে ক্লপের শীষ্যরা।
[৪] দ্বিতীয় আর্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল করে দলকে তিন গোলের ব্যবধানে এগিয়ে নেন ব্রাজিলিয়ার ফরোয়ার্ড ফ্রিমানো। দুই মিনিট পর ব্যবধান আরো বড় করেন মিশরিয়ান ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। অতিরিক্ত সময়ের গোলে হ্যাটট্রিক পূর্ণ করে লিভারপুলকে ৫-০ গোলের বড় জয় এনে দেন ফ্রিমানো।
[৫] এই জয়ে ৮ খেলায় ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীষে উঠেছে লিভারপুল তবে অষ্টম রাউন্ড শেষে সালাহদের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাটা নির্ভর করবে রাতে চেলসির খেলার উপর।