শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১০:৫৯ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাকরাইলে সংঘর্ষ: ৩ মামলায় ৪ হাজারেরও বেশি আসামি

খালিদ আহমেদ: [২] রাজধানীর কাকরাইল মোড়ে শুক্রবার (১৫ অক্টোবর) পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা, পল্টন ও চকবাজার থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪ হাজার জনেরও বেশি আসামি করা হয়েছে।

[৩] রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, 'রমনা থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত প্রায় এক হাজার ৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।'

[৪] পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, 'এখানে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২ হাজার ৫০০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

[৫] চকবাজার থানার ওসি আবদুল কাইয়ুম জানান, 'এই থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০ জনের নামে মামলা হয়েছে।'

[৬] আদালত সূত্রে জানা যায়, রমনা থানায় দায়ের করা মামলায় ৯ জনকে দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। একজন নাবালক হওয়ায় তার রিমান্ড মঞ্জুর করা হয়নি। পল্টন ও চকবাজার থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের একদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়