শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের চার নেতাকর্মী আহত

আরিফুল ইসলাম: [২] টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইশরাক আল হোসাইনের মটর সাইকেল বহরে হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

[৩] শনিবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হাবলা ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় হামলার ঘটনাটি ঘটে। হামলায় ছাত্রলীগের চার নেতাকর্মী আহত হয়েছে। পরে আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] আহতরা হলেন হাবলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইশরাক আল হোসাইন (২৪), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সৌমিক (২০) সদস্য ছাব্বির (২৩) সানী (২২)। তবে হামলার ঘটনাটি ছাত্রলীগের দুই গ্রুপের বলে জানিয়েছেন পুলিশ।

[৫] আহতদের অভিযোগ, হাবলা ইউনিয়নে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের অধিপত্য বিস্তার করার জন্য বেশ কিছু দিন যাবত আমাদের উপর হামলা করার পরিকল্পনা করে আসছিলো। আজকে মটর সাইকেল নিয়ে আসার সময় হাবলা বাজারের কাছাকাছি আসলে হঠাৎ হাবলা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সবুর মিয়ার নেতৃত্বে ছাত্রদলের নাজমুল, কাউসার, আলী আকবর, সিয়াম তাদের উপর হামলা চালায়। এতে চারজন আহত হয়।

[৬] টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব জানান, বাসাইল উপজেলার হাবলা থেকে চারজন ছাত্রলীগের কর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের শরীরে কিছুটা বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের ৩ জনের মাথা এবং হাতে দা দিয়ে কুপানোর ফলে জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

[৭] এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, শিশুদের খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষেই হতাহত হয়েছে। এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়