শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের চার নেতাকর্মী আহত

আরিফুল ইসলাম: [২] টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইশরাক আল হোসাইনের মটর সাইকেল বহরে হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

[৩] শনিবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হাবলা ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় হামলার ঘটনাটি ঘটে। হামলায় ছাত্রলীগের চার নেতাকর্মী আহত হয়েছে। পরে আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] আহতরা হলেন হাবলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইশরাক আল হোসাইন (২৪), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সৌমিক (২০) সদস্য ছাব্বির (২৩) সানী (২২)। তবে হামলার ঘটনাটি ছাত্রলীগের দুই গ্রুপের বলে জানিয়েছেন পুলিশ।

[৫] আহতদের অভিযোগ, হাবলা ইউনিয়নে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের অধিপত্য বিস্তার করার জন্য বেশ কিছু দিন যাবত আমাদের উপর হামলা করার পরিকল্পনা করে আসছিলো। আজকে মটর সাইকেল নিয়ে আসার সময় হাবলা বাজারের কাছাকাছি আসলে হঠাৎ হাবলা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সবুর মিয়ার নেতৃত্বে ছাত্রদলের নাজমুল, কাউসার, আলী আকবর, সিয়াম তাদের উপর হামলা চালায়। এতে চারজন আহত হয়।

[৬] টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব জানান, বাসাইল উপজেলার হাবলা থেকে চারজন ছাত্রলীগের কর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের শরীরে কিছুটা বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের ৩ জনের মাথা এবং হাতে দা দিয়ে কুপানোর ফলে জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

[৭] এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, শিশুদের খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষেই হতাহত হয়েছে। এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়