আল আমীন :[২] শনিবার উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন।
[৩] নিহতরা হলেন- ফুলপুর উপজেলার হুজু মিয়া (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০) ও মেয়ে আজমিনা (৮)। তিনজনের পরিচয় জানা যায়নি।
[৪] ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২টি বাস পাশাপাশি পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। এসময় একটি বাসের দাঁড়িয়ে ট্রাকের ধাক্কা লাগে।
[৫] এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরো ২ জন মারা যান।