শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১২:২২ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুনিয়া বদলেছে, শোয়েব মালিক বদলাননি, পাকিস্তানের সামা টিভির নিউজ

স্পোর্টস ডেস্ক : [২] পিঠের ইনজুরিতে বিশ্বকাপ স্কোয়াড থেকে পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মাকসুদ ছিটকে যওয়ায় তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ শোয়েব মালিক। ১৯৯৯ সালে অভিষেকের পর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ। অধিনায়কের দায়িত্বেও ছিলেন লম্বা সময়।

[৩] ঢাকা পোষ্ট লিখেছে, অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমনে। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল ‘সামা টিভির’ শোয়েবকে দেয়া সংবর্ধনা। তাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তারা। যেখানে প্রশংসার ছলে রীতিমত অপমানই করা হয়েছে এই অলরাউন্ডারকে।

[৪] উপস্থাপক বলেন, তিনি বিশ্ব ক্রিকেটের চারটি দশকের সাক্ষী। দুনিয়া বদলেছে কিন্তু একটি মানুষ যিনি বদলাননি, তিনি শোয়েব। ‘ক্রিকেট পাকিস্তান’ জানায়,সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে ভিডিওটিতে বলা হয়, নওয়াজ শরীফ গেলেন, মোশারফ এলেন। এরপর আবার শরীফ এলেন আর এখন ইমরান খান। ২২ বছর আগে ইমরান খান যখন পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) গঠন করেন শোয়েব ছিলেন। এখন ইমরান খান প্রধানমন্ত্রী হয়েছেন, এখনো শোয়েব আছেন।

[৫] অভিজ্ঞ এই ক্রিকেটারকে এতটা অপদস্থ করেও ক্ষান্ত হয়নি তারা। পেট্রলের দাম বৃদ্ধিসহ ইন্টারনেটের আগমনের কথা উল্লেখ করে আরও বলা হয়, ‘১৯৯৯ সালে ১৫ রুপিতে পেট্রল পাওয়া গেলেও এখন তা ১৩০ রুপি। মোবাইল ফোন থেকে শুরু করে সবই উন্নত হয়েছে কিন্তু শোয়েব অপরিবর্তিতই থেকে গেছেন। -

  • সর্বশেষ
  • জনপ্রিয়