শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা চলছে পাচঁ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

রুবেল মজুমদার: [২] শিল্পীর রং তুলিতে ফুঁটে উঠে জীবন, প্রকৃতি ও সহিংসতা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বজ্রকন্ঠও খুঁজে পাওয়া যায় একজন শিল্পীর আঁকা চিত্রকর্মে। এমনই সব চিত্রকর্ম নিয়ে পৃথিকৎ কুমিল্লায় চারুশিল্পী আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী চলছে ।

[৩] শনিবার (৯ অক্টোবর) বিকালে চিত্র প্রদর্শনী ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর চিত্রাংকণ করেন শিল্পীরা। শিল্পীদের আঁকা চিত্রকর্ম দশনার্থীদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন চিত্রশিল্পী জুয়ায়েদ মোস্তফা চৌধুরী। তার আঁকা দুইটি চিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। একটি চিত্র দেখিয়ে তিনি বলেন,‘এই চিত্রে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি করেছেন। শিশুদের মাঝে বঙ্গবন্ধু জীবনী চিত্রের মাধ্যমে তিনি তুলে ধরা চেষ্টা করেছেন।

[৪] এছাড়া প্রদর্শনীতে নারীর বৈষম্য, রূপচর্চা, গ্রামীণ জীবনযাত্রাসহ বেশ কয়েকটি প্রদর্শনীতে স্থান পেয়েছে। চিত্র শিল্পী মো. জিলনী আলমের ও বেশ কিছু চিত্র স্থান পেয়েছে ওই প্রদর্শনীতে। যেখানে মানুষের নির্বিচারে বৃক্ষ নিধন, একসময় বৃক্ষ নিজেই প্রতিবাদ করছে, মাইয়ের কোলে শিশু, ও আদিবাসীদের ঘরবাড়ি দেখা যাচ্ছিলো। প্রদর্শনীতে গ্রামীণ প্রকৃতি, ভাষা আন্দোলন, নদীর পাড়, সরু মেঠো পথসহ বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে।

[৫] কথা হয় পথিকৃৎ কুমিল্লায় চারুশিল্পী পরিষদের উপদেষ্টা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদের সাথে, তিনি বলেন,‘চিত্রপ্রদর্শনীর মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি নারী প্রতি বৈষম্য ও গ্রামীণ জীবন সম্পকে শহরকেন্দ্রিক শিশুদের অবগত কর।

[৬] তিনি আরও বলেন,সংগঠনের বর্ষপূতি উপলক্ষে ৪৪ জন প্রবীণ ও নবীন শিল্পীদের ৮০ টি চিত্রকর্ম প্রদর্শীতে স্থান পেয়েছে ।

[৭] গত ( ৭ অক্টোবর) চিত্রকর্ম প্রদর্শী উদ্বোধন করেন কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ হামান ইমাম মজুমদার ফটিক, বিশেষ অতিথি হিসাবে উদৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, দেশ বরেন্য চিত্রশিল্পী উত্তম গুত, সলুতান শাহরিয়ার, চন্দনদেব রায়, নোমান মুস্তফা সহ প্রমুখ।

[৮] আগামী সোমবার (১১ অক্টোবর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চিত্র প্রদর্শনী ক্যাম্প উন্মুক্ত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়