শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরাগে ট্রলারডুবি: ৩ শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

সুজন কৈরী : [২] আমিনবাজারের কয়লার ঘাট এলাকায় তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন চারজন। শনিবার দুপুরে ও বিকেলের দিকে ওই চারজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মরদেহের মধ্যে তিনজন শিশু ও একজন নারী রয়েছেন। এখনও অনন্ত তিনজন নিখোঁজ রয়েছেন।

[৩] ট্রলার ডুবির পর যারা নিখোঁজ হওয়া যাত্রীরা হলেন- চার বছরের আরমান, ১৫ মাসের জেসমিন, ৩০ বছরের শায়লা বিবি, ২৬ মাসের শিশু রিপন, আট বছরের আরমিনা এবং পাঁচ বছরের ফারহান মনি। একজনের নাম জানা যায়নি। তবে কোন চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।

[৪] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বলেন, শনিবা ভোর সাড়ে ৫টার দিকে ইঞ্জিনচালিত একটি নৌকা তুরাগ নদে ডুবে যায়। কিন্তু ফায়ার সার্ভিস খবর পায় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে। এরপর ফায়ার সার্ভিসের জেমিনি, অগ্নিশাসক ও স্পিডবোটসহ ৬টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুপুরের দিকে দুই শিশু ও একজন নারী মরদেহ উদ্ধার করা হয়। আর বিকেল পৌনে চারটার দিকে আরও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ বাকিদের সন্ধানে কাজ করছে ডুবুরি ইউনিট।
জানা গেছে, শনিবার তুরাগ নদের আমিনবাজার এলাকা থেকে প্রায় ১৮ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে একটি বালুভর্তি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে শিশুসহ সাত যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়