শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে হত্যা মামলার ২ ভাই গ্রেপ্তার

আবু জাহের: [২] বগুড়ার শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা ও সিরাজগঞ্জ থেকে হত্যা মামলার ২ আসামিকে আটক করে গতকাল শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

[৩] আটককৃতরা হলো মো. মামুনুর রশিদ (৪৫) ও মো. আব্দুল মান্নান (৩৫)।

[৪] জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বপুর মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ডাক্তার মশিউল আলম গত ৮ সেপ্টেম্বর বাড়ির উত্তর পশ্চিম পাশে তাদের পৈত্তিক সম্পত্তিতে গাছ লাগাতে গেলে একই গ্রামের মৃত হামেদ আলীর ৪ ছেলে মো. মামুনুর রশিদ, মো. আব্দুল মান্নান, মো. আমিনুর ইসলাম, মো. ইমরান হোসেন, মো. মামুনুর রশিদের স্ত্রী মোছা. জয়নব বেগম, ও মেয়ে মোছা. আতিকা খাতুন, মো. আব্দুল মান্নানের স্ত্রী মোছা. শিল্পী বেগম তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করতে থাকে।

[৫] তার চিৎকারে পিতা লুৎফর রহমান এগিয়ে গেলে তাকেও মারধর করতে থাকে। এক পর্যায় বৃদ্ধ লুৎফর রহমান মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে সে মারা যান।

[৬] এ ঘটনায় ডাক্তার মশিউল আলম বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে আসামির বাড়ি থেকে পালিয়ে যায়।

[৭] পরে শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায়, এসআই (নিরস্ত্র) মো. সাচ্চু বিশ্বাসসহ পুলিশ সদস্যরা রাজধানীর উত্তরা পশ্চিম থানা, প্লট নং-২৫, রোড নং-১০, সেক্টর নং-১২ এলাকায় ঘোরাঘুরির করার সময় মো. মামুনুর রশিদ ও সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর থেকে মো. আব্দুল মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের গতকাল শনিবার সকালে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৮] এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়