শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে মোরেলগঞ্জ সদর ও খাউলিয়া ইউনিয়ন সীমান্তবর্তী জনগুরুত্বপূর্ণ ব্রীজটি ঝুঁকিপূর্ণ

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ও খাউলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী ব্রীজের সংযোগ স্ল্যাবসহ জনগুরুত্বপূর্ণ ব্রীজটি এখন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় স্ল্যাব দেবে ব্রীজটি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটতে পারে বড় কোনো দূুর্ঘটনা।

[৩] সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে সন্ন্যাসী হয়ে শরণখোলা যাবার পথিমধ্যে দুই ইউনিয়নের সীমান্তবর্তী খাউলিয়া খালের জনগুরুত্বপূর্ণ ব্রীজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

[৪] ব্রীজের উভয় পাশের স্ল্যাবের মাটি দেবে গেছে। ইতোপূর্বে ব্রীজের স্ল্যাব ও পার্শ্ববর্তী মাটি দেবে যায়। যা পরবর্তীতে সংষ্কার করা হয়েছিল। বর্তমানে আবারো স্ল্যাব দেবে যাওয়ায় চলাচলের জন্য ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

[৫] এ ব্রীজ দিয়ে প্রতিদিন খাউলিয়া, সন্ন্যাসী, আমতলী, শরণখোলার হাজার হাজার লোক যাতায়াত করে। সমান হারে যাতায়াত করে মোটরসাইকেল, অটোরিক্সা, ভ্যানসহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহন। তাছাড়াও প্রতিদিন স্কুল, মাদ্রাসা, কলেজের শত শত শিক্ষার্থী এ পথে যাতায়াত করে। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছে জন সাধারণসহ সকল যান বাহন ও পথচারী।

[৬] খাউলিয়া চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, লাগাতার বৃষ্টি ও জোয়ারের পানির চাপে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ব্রীজের স্ল্যাব দেবে যেতে পারে। জরুরী ভিত্তিতে ব্রীজটি রক্ষায় উভয় পাড়ে টেকসই স্ল্যাব নির্মান প্রয়োজন ।

[৭] উপজেলা প্রকৌশলী দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, ব্রীজের ধসে পড়া স্ল্যাব জরুরি ভিত্তিতে মেরামতের জন্য উর্ধতন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়