রাহুল রাজ: [২] প্রথামর্ধে কোনো গোল হজম না করলেও দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করলো জামাল ভুঁইয়ার দল। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান মালদ্বীপের আলী আশফাক। এর আগে ৫৫ মিনিটে গোল করেছিলেন হামজা।
[৩]প্রথমার্ধে সাদামাটা লড়াই করেছিল বাংলাদেশ। সেই লড়াইয়ের মাশুল দিতে হয়েছে দ্বিতীয়ার্ধের ১০ মিনিট না পেরোতেই। ৫৫ মিনিটে হামজা মোহাম্মদের দারুণ বাইসাইকেল কিকে গোল হজম করে বাংলাদেশ।
[৪]গোল শূন্য ড্রতে বিরতিতে যায় দুই দল। তবে জামাল তপুরা লড়াইও করতে পারেননি। মালদ্বীপের গোলমুখে ৫টি শট নিলেও মাত্র ৩১ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখতে পেরেছেন। অন্যদিকে স্বাগতিকরা ৬৯ শতাংশ বল পায়ে রাখলেও আক্রমণ করতে পারেনি। মাত্র ১টি শট নিয়েছে তারা।
[৫]সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ বৃহস্পতিবার রাত ১০টায় মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ।