স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখায় খুন ও ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রফিক উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[২] পুলিশ সূত্রে বুধবার (৬ অক্টোবর) জানায়, মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে রফিক উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। রফিক উদ্দিন একই ইউনিয়নের মুড়াউল গ্রামের (চন্ডিনগর) মৃত ইছরাব আলীর ছেলে।
[৩] জানা যায়, ২০০৯ সালে সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকায় খুনসহ একটি ডাকাতির ঘটনা ঘটে। রফিক উদ্দিন এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন।
[৪] মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই হযরত আলী, এএসআই মো. এরশাদ মিয়া ও এএসআই আব্দুল আওয়াল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
[৫] বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার বিকেলে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।