আসিফুজ্জামান পৃথিল: [২] তালিবানের এক মুখপাত্র বলেছেন, এ সময় বেশ কয়েকজন আইএস সদস্যকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা জানানো হয়নি।আরেকজন জানিয়েছেন, কয়েকজন শর্ষিস্থানীয় আইএস কমাণ্ডারকে হত্যাও করা হয়। রয়টার্স
[৩] তালিবান ও আইএস পরস্পরকে শত্রু হিসেবে বিবেচনা করে থাকে।
[৪] তালিবানের মুখপাত্র বিলাল কারিমি বলেন, আফগানিস্তানের পারওয়ান প্রদেশের চারিকার শহরে তালেবান সদস্যরা অভিযান চালান। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
[৫] এদিকে, নেদারল্যান্ডসে থাকা ১০ আফগান দোভাষীদের আদালতে তলব করেছে তালিবান। তাদের চরম শাস্তি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তারা।