আসিফুজ্জামান পৃথিল: [২] এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয় এ ঘটনার দ্রুত তদন্ত করতে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য।
[৩] মুহিবুল্লাহ তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর এলাকার স্কুলশিক্ষক ছিলেন। পশ্চিমা সংবাদমাধ্যম তাকে রোহিঙ্গাদের কণ্ঠস্বর হিসেবে বিবেচিত করেন। তিনি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আলোচনায় আসেন তিনি।
[৪] এই নেতাকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে ইউএনএইচসিআর। তারা বলছে, ‘রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ইউএনএইচসিআর গভীরভাবে শোকাহত ও দুঃখিত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’