শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৬ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিয়া সংবিধানের ৪ মূলনীতিকে বুটের তলায় পিষে দিয়েছিলেন: ইনু

ইসমাইল হোসেন : [২] জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জেনারেল জিয়া সংবিধানের চার মূলনীতিকে বুটের তলায় পিষে দিয়েছিলেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাক্সবন্দি করে রেখেছিলেন। আজকের শেখ হাসিনা বাক্সবন্দি সেই ইতিহাসকে মুক্ত করেছেন। তাই বিএনপি নেতাদের মুখে ইতিহাস বিকৃতির কথা শোভা পায় না।

[৩] বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মীর আব্দুল করিম কলেজের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

[৪] হাসানুল হক ইনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম-নিশানা মুছে দিয়েছিলেন। তখন কেউ বঙ্গবন্ধুর নাম মুখে উচ্চারণ করতে পারতো না।

[৫] বিএনপির উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচন চাইলে দ্রুত অপরাধী, রাজাকার, জঙ্গি ও জামায়াতকে ত্যাগ করতে হবে। তারপর রাজনীতির ময়দানে আসেন। একমুখে নির্বাচনের চাইবেন আর অন্য মুখে সাংবিধানিক সরকার উচ্ছেদ করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করবেন, তা হতে পারে না।

[৫] এ সময় মিরপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ আহসানুল হক খান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলীম স্বপন ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়