শিরোনাম
◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে জেলে পরিবারের সদস্যদের করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে অধি-পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, ৪টি উপজেলা প্রতিনিধি ও জেলে প্রতিনিধিরা অংশ নেন। ২৯ সেপ্টেম্বর (বুধবার) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন।

কোডেক এর প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, মেডিকেল অফিসার ডা: জুনাইদ আহমেদ মারুফ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ। উপস্থিত ছিলেন, কোডেক প্রজেক্ট অফিসার মো: হানিফ, ফিল্ড ফেসিসিটেটর ক্লারেন্স ডায়েস প্রমুখ।

সভায় জেলে পরিবারের সদস্যদের করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে করনীয় বিষয়ে বিভিন্ন দাবী উথাপন করা হয়। পরে অতিথিবৃন্দ দাবী বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ^াস দেন। এসময় বিভিন্ন জেলা সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ কোডেক এনজিও এর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়