শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে জেলে পরিবারের সদস্যদের করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে অধি-পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, ৪টি উপজেলা প্রতিনিধি ও জেলে প্রতিনিধিরা অংশ নেন। ২৯ সেপ্টেম্বর (বুধবার) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন।

কোডেক এর প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, মেডিকেল অফিসার ডা: জুনাইদ আহমেদ মারুফ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ। উপস্থিত ছিলেন, কোডেক প্রজেক্ট অফিসার মো: হানিফ, ফিল্ড ফেসিসিটেটর ক্লারেন্স ডায়েস প্রমুখ।

সভায় জেলে পরিবারের সদস্যদের করোনা সুরক্ষা ও ভ্যাকসিন প্রাপ্তিতে করনীয় বিষয়ে বিভিন্ন দাবী উথাপন করা হয়। পরে অতিথিবৃন্দ দাবী বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ^াস দেন। এসময় বিভিন্ন জেলা সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ কোডেক এনজিও এর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়