শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩২ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব প্রশ্নের জবাব পর্দায় দেবেন পরীমণি

ইমরুল শাহেদ: মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে ২৭ দিন কারাভোগের পর জামিনে থাকা আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণি ২৪ সেপ্টেম্বর শুক্রবার ‘প্রীতিলতা’ ছবির সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সামনে আসেন। এখানে ২৭দিন নিয়ে তিনি কোনো কথা বলেননি। বলেছেন ‘প্রীতিলতা’ নিয়ে। এ সময় পরীমণি বলেন, ‘সিনেমার পর্দায় জবাব দেওয়া হবে সব প্রশ্নের’।

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘প্রীতিলতা’। নির্মাতা রাশিদ পলাশের এ সিনেমার ৩৫ ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। পরের ৬৫ শতাংশের কাজ অক্টোবরে শুরু হবে চট্টগ্রামে। শহীদ প্রীতিলতার প্রয়াণ দিবস উপলক্ষেই ছিল ‘প্রীতিলতা’ ইউনিটের এই আয়োজন। এছাড়া শুটিং পরিকল্পনার বিষয়টি জানানোর জন্যও এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে।
কালো শাড়ি, খয়েরি রঙের ব্লাউজ এবং চোখে চশমা পরা পরীমণি সংবাদ সম্মেলনে আসেন ‘প্রীতিলতা’ হয়ে। তাই ব্যক্তিগত আলাপের চেয়ে শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার তথা পর্দার পরীমণি প্রসঙ্গেই বেশি আলোচনা হয়েছে।

পরীমণি বলেন, ‘দুইবছর ধরে ছবিটি নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি। প্রীতিলতা একটি ঐতিহাসিক চরিত্র। এই চরিত্র ধারণ করা দুইদিনের ব্যাপার না। দীর্ঘ দুই বছর ধরে টিমের সঙ্গে কাজ করে চরিত্রটি ধারণ করেছি।’
তিনি বলেন, ‘আমি চরিত্রের প্রয়োজনে নিজেকে যেভাবে প্রস্তুত করেছি, তা মুখে বলে বোঝানো সম্ভব নয়। দর্শক ছবিটি দেখার পর তা উপলব্ধি করতে পারবেন।’ প্রীতিলতা নিয়ে যে জার্নি তার সঙ্গে সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি

পরীমণির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রীতিলতা আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন ধরেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলাম। অবশেষে আমাদের জার্নি শুরু হয়েছে। এই সিনেমায় যুক্ত হওয়ার জন্য পরীমণির প্রতি আমাদের টিম কৃতজ্ঞ। অক্টোবরের শেষের দিকে সিনেমার বাকি অংশের শুটিং শুরু করব।’ মিট দ্য প্রেস অনুষ্ঠানে ছবির পরিচালক রাশিদ পলাশ ও গুণী অভিনেত্রী শম্পা রেজা, ছবিটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানীসহ টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়