শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

সাদেক আলী: [২] বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

[৩] জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯১ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

[৪] করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৬০), ঈশ্বরগঞ্জ উপজেলার সুজলা (৩০), নেত্রকোনা সদরের ইমরান হোসেন (৫০) ও পূর্বধলা উপজেলার নজরুল ইসলাম (৫০)।

[৫] ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

[৬] সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৬ টি নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৮৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৪৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়