শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্যমাত্রা কম হওয়ায় এপিএ বাস্তবায়নে ‘উত্তম’ অবস্থানে আইসিবি

সোহেল রহমান : [২] সমাপ্ত অর্থবছরে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ (এপিএ) বাস্তবায়নের ক্ষেত্রে পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’ (আইসিবি)-এর বড় ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

[৩] অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-এর সঙ্গে সম্পাদিত এপিএ বাস্তবায়নে গত ২০২০-২১ অর্থবছরে সংস্থাটি ‘উত্তম’ মান অর্জন করেছে এবং প্রাপ্ত মোট স্কোর হচ্ছে ৮৮.১৬। এর আগের অর্থবছরের (২০১৯-২০) আইসিবি’র অর্জিত স্কোর ছিল ৫৫.৭২, যা ‘চলতি মানের নীচে’রও কম।

[৪] প্রসঙ্গত: কোভিড পরিস্থিতিতে গত অর্থবছরে এপিএ’র অধিকাংশ সূচকে আইসিবি’র অর্জনের লক্ষ্যমাত্রা এর আগের অর্থবছরের (২০১৯-২০) তুলনায় প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সংস্থার পারফরমেন্সের বড় ধরনের গুণগত পরিবর্তনের পেছনে একটি অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চলতি ২০২১-২২ অর্থবছরের এপিএ’র বিভিন্ন সূচকে সংস্থাটির অর্জনের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।

[৫] আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, গত অর্থবছরের আইসিবি প্রায় সবকটি সূচকে সফলতা অর্জন করলেও ইক্যুইটি ও ঋণ সূচকে ‘সন্তোষজনক’ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এ খাতে অর্থ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২৫ কোটি টাকা। এর বিপরীতে বিতরণ করেছে ৬ কোটি ৯১ লাখ টাকা। এটি লক্ষ্যমাত্রার মাত্র ২৮ শতাংশ।

[৬] পর্যালোচনায় দেখা যায়, সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে পুঁজিবাজারে আইসিবি’র বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। এর আগে ২০১৯-২০ অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯০০ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরে সংস্থাটির বিনিয়োগ লক্ষ্যমাত্রা কমানো হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা।

[৭] একইভাবে প্রতিষ্ঠানটির মার্জিন ঋণ বিতরণ, ইক্যুইটি ও ঋণ হিসেবে অর্থ বিতরণের লক্ষ্যমাত্রাও কমানো হয়েছে। গত অর্থবছরে আইসিবি’র মার্জিন ঋণ এবং ইক্যুইটি ও ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে ৩০০ কোটি টাকা এবং ২৫ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে এ দুই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে ৮০০ কোটি টাকা ও ৪০ কোটি টাকা।

[৮] এছাড়া গত অর্থবছরে দেশের উভয় স্টক একচেঞ্জে আইসিবি’র লেনদেনের লক্ষ্যমাত্রা ছিল মাত্র ৭ কোটি টাকা। যা ২০১৯-২০ অর্থবছরে ছিল ১৩ হাজার ৫০০ কোটি টাকা।

[৯] অন্যান্যের মধ্যে গত অর্থবছরে আইসিবি’র প্রকল্প ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৫০ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৭৫ কোটি টাকা। অন্যদিকে গত অর্থবছরে ইতোপূর্বে বিতরণকৃত মার্জিন ঋণ থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪০০ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে এ লক্ষ্যমাত্রা ছিল ৮৫০ কোটি টাকা।

[১০] আইসিবি’র মতে, কোভিড-১৯-এর কারণে সংস্থার নিট মুনাফা ব্যাপক কমে যাওয়ার বিপরীতে সুদ ব্যয় তথা পরিচালন ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকা; পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে স্বল্প সুদে ও দীর্ঘ মেয়াদে পর্যাপ্ত তহবিল প্রাপ্তির সীমাবদ্ধতা; বিগত সময়ে পুঁজিবাজার বিপর্যয়ের কারণে বিপুল পরিমাণ মার্জিন ঋণ অনাদায়ী থাকা ও বিনিয়োগকারীদের ক্রয় ক্ষমতা হ্রাস; প্রকৃত, সম্ভাবনাময় ও দক্ষ উদ্যোক্তার অভাব; পণ্য ও সেবা বৈচিত্র্যের অপ্রতুলতা; শ্রেণীকৃত ঋণ আদায়ে প্রতিবন্ধকতা; আইসিবি’র ন্যায় সমজাতীয় একক কোনো বড় প্রতিষ্ঠান না থাকায় বিনিয়োগ প্রত্যাহারে প্রতিবন্ধকতা এবং রাজস্ব আয়ের ক্ষেত্রে ইক্যুইটি মার্কেটের ওপর অধিক মাত্রায় নির্ভরশীলতা সংস্থাটির প্রধান সমস্যা ও চ্যালেঞ্জ। সম্পাদনা : ভিকটর রোজারিও

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়